০১। সামাজিক নিরাপত্তা কর্মসূচী:-
(ক)বয়স্ক ভাতা :-৬৫+ বয়স্ক ব্যাক্তি অফিসের নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর,চেয়ারম্যান/কাউন্সিলর,মেয়র এর মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করিবেন।ওয়ার্ড কমিটি হতে প্রাপ্ত আবেদন সমূহ উপজেলা বয়স্ক ভাতা বাস্তবায়ন কমিটি কর্তৃক নীতিমালা মোতাবেক যাচাই বাছাইয়ান্তে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদনের পর সমাজসেবা অফিসার অনুমোদিত তালিকা অনুযায়ী ভাতার বই ও ডি-হাফ প্রস্তত পূর্বক উপজেলা হিসাব রক্ষণ অফিসার বরাবর প্রেরণ করিবেন। উপজেলা হিসাব রক্ষণ অফিসার কর্তৃক ভাতার বই ও ডি-হাফ স্বাক্ষর হওয়ার পরে ভাতাভোগীর নামে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় সঞ্চয়ী হিসাব খুলে বিতরণ রেজিস্টার এর মাধ্যমে ভাতার বই ভাতাভোগীর নিকট প্রদান করা হয়।
(খ)বিধভা ভাতা:-বিধভা ও স্বামী পরিত্যক্তা দু:স্থ্য মহিলা অফিসের নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বর,চেয়ারম্যান/সংরক্ষিত মহিলা কাউন্সিলর,মেয়র এর মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করিবেন।ওয়ার্ড কমিটি হতে প্রাপ্ত আবেদন সমূহ উপজেলা বিধভা ভাতা বাস্তবায়ন কমিটি কর্তৃক নীতিমালা মোতাবেক যাচাই বাছাইয়ান্তে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদনের পর সমাজসেবা অফিসার অনুমোদিত তালিকা অনুযায়ী ভাতার বই ও ডি-হাফ প্রস্তত পূর্বক উপজেলা হিসাব রক্ষণ অফিসার বরাবর প্রেরণ করিবেন। উপজেলা হিসাব রক্ষণ অফিসার কর্তৃক ভাতার বই ও ডি-হাফ স্বাক্ষর হওয়ার পরে ভাতাভোগীর নামে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় সঞ্চয়ী হিসাব খুলে বিতরণ রেজিস্টার এর মাধ্যমে ভাতার বই ভাতাভোগীর নিকট প্রদান করা হয়।
(গ)প্রতিবন্ধী ভাতা:-৬+ প্রতিবন্ধী পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যাক্তি অফিসের নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর,চেয়ারম্যান/কাউন্সিলর,মেয়র এর মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করিবেন। প্রাপ্ত আবেদন সমূহ উপজেলা প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন কমিটি কর্তৃক নীতিমালা মোতাবেক যাচাই বাছাইয়ান্তে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদনের পর সমাজসেবা অফিসার অনুমোদিত তালিকা অনুযায়ী ভাতার বই ও ডি-হাফ প্রস্তত পূর্বক উপজেলা হিসাব রক্ষণ অফিসার বরাবর প্রেরণ করিবেন। উপজেলা হিসাব রক্ষণ অফিসার কর্তৃক ভাতার বই ও ডি-হাফ স্বাক্ষর হওয়ার পরে ভাতাভোগীর নামে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় সঞ্চয়ী হিসাব খুলে বিতরণ রেজিস্টার এর মাধ্যমে ভাতার বই ভাতাভোগীর নিকট প্রদান করা হয়।
(ঘ)প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি:- প্রতিবন্ধী পরিচয়পত্রধারী প্রতিবন্ধী শিক্ষার্থী প্রাথমিক,মাধ্যমিক,উচ্চমাধ্যমিক,উচ্চস্তর এর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অফিসের নির্ধারিত ফরমে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করিবেন। প্রাপ্ত আবেদন সমূহ উপজেলা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বাস্তবায়ন কমিটি কর্তৃক নীতিমালা মোতাবেক যাচাই বাছাইয়ান্তে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদনের পর সমাজসেবা অফিসার অনুমোদিত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নামে ব্যাংক হিসাব খোলা পূর্বক চেক প্রস্তত পূর্বক প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস